শনিবার সকালে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান।এর আগে শুক্রবার রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার রাইটা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ বুধবার সংখ্যালঘু ওই গৃহবধূর স্বামী তার দুই মেয়েকে নিয়ে আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাত সাড়ে ১১টার দিকে গৃহবধূ বাইরে বাথরুমে যান। এ সময় ঘরের দরজা খোলা পেয়ে একই গ্রামের আলাউদ্দীন ওই গৃহবধূর ঘরে ঢুকে পড়েন। পরে গৃহবধূকে ধারালো দা-এর ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।
পরে ওই গৃহবধূ ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার বরাবর বৃহস্পতিবার একটি লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে ঝিকরগাছা থানায় একটি মামলা হয়। মামলার পর পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে সাতক্ষীরার কলারোয়া উপজেলার রাইটা গ্রাম থেকে আলাউদ্দীনকে গ্রেপ্তার করে।ঝিকরগাছা থানা পুলিশ।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আজ সকালে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে