কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়ন বিজিবি, বিশেষ গোপন তথ্যের ভিত্তিতে, শুক্রবার (১৪ মার্চ) রাত ১২টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা বিওপির আওতাধীন পিলার ৯৮৫/৩ এস-এর কাছ থেকে ভারত থেকে বাংলাদেশে পাচার হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।
ঘটনার মূল দিকসমূহ:
- অপারেশন পটভূমি:
সন্দেহভাজন ব্যক্তিদের ভারত থেকে বাংলাদেশের দিকে আসার সময় সনাক্ত করে আটক করার প্রচেষ্টা করা হয়। এই সময় সন্দেহভাজনরা সঙ্গে থাকা মালামাল ফেলে ভারতে পালিয়ে যায়। - উদ্ধারকৃত সামগ্রী:
পরবর্তীতে তল্লাশির মাধ্যমে উদ্ধার করা হয়:- পাঁচটি ভারতীয় এনএক্স-২০০ এথেনাগান (মোট ৮ লাখ ২৬ হাজার ২০০ টাকার মূল্য),
- একটি পিস্টন এসেম্বলি,
- ৩৩ হাজার ১০০ রাউন্ড ভারতীয় সিসার গুলি,
- একটি মোটরসাইকেল।
- অপারেশনের নেতৃত্ব:
কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হকের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়। তিনি বলেন, সীমান্তে সব ধরনের চোরাচালান ও অস্ত্র পাচার রোধে বিজিবি সর্বাত্মকভাবে তৎপর রয়েছে। - সীমান্ত নিরাপত্তা:
ইতিমধ্যে প্রতিটি বিওপির সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে যাতে ভবিষ্যতে অনুরূপ ঘটনা প্রতিরোধ করা যায়।

