আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, ৫ আগস্টের পর দেশে অনেক পর্নোগ্রাফির ওয়েবসাইট চালু করা হয়েছিল, যা আগামীকাল (শুক্রবার) থেকে বন্ধ করা হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “আমাদের নজরে এসেছে যে ৫ আগস্টের পর দেশে বেশ কিছু পর্নোগ্রাফির ওয়েবসাইট চালু আছে ও নতুনভাবে চালু করা হয়েছে। রাষ্ট্রের পক্ষ থেকে এসব ওয়েবসাইট দ্রুত বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।”
এ বিষয়ে তিনি আরও বলেন, “পর্নোগ্রাফির সঙ্গে ধর্ষণের একটি সম্পর্ক রয়েছে। এটি সামাজিক অবক্ষয় সৃষ্টি করছে, তাই এসব ওয়েবসাইট বন্ধের পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
সরকার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে এবং এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

