গাজীপুরের শ্রীপুরে খাইরুল বাশার সুজন (৩৫) নামের এক যুবক ১৩ মার্চ রাতে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে তিনি তার ফেসবুকে দুটি স্ট্যাটাস দেন, যার মধ্যে একটি ছিল, “সুখে থাকিস রাজকুমারী। আর কয়েক ঘণ্টা পরে আমার মৃত্যুর খবর শুনতে পাবি। অনেক ভালোবাসতাম তোকে। কিন্তু তুই আমাকে বাঁচতে দিলি না।” অন্য স্ট্যাটাসে তিনি লেখেন, “শ্রীপুর রেলস্টেশন! আজ রেলে কাটা লাশ হয়ে যাব।”
এ ঘটনায় জানা যায়, সুজন তার স্ত্রীকে ফোন করে জানিয়েছিলেন তিনি শ্রীপুর রেলস্টেশনে আছেন এবং কিছুক্ষণ পর “বিদায়” বলার পর ট্রেনের শব্দ শোনা যায়। পরে তার মরদেহ শ্রীপুর রেলস্টেশনের কাছে ট্রেনের নিচে পাওয়া যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সুজনের স্ত্রীর সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল, তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি।

