বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত পবিত্র মাহে রমজানের ইফতার আয়োজনের জন্য বিএনপি নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগ সরকারের নির্যাতনের কথা স্মরণ করেছেন। তিনি বলেন, “পতিত আওয়ামী লীগ সরকার ইফতার আয়োজন পর্যন্ত করতে দেয়নি। আবার ইফতার আয়োজন করার কারণে বিএনপি নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে পাঠানো হয়েছিল।”
এছাড়া তিনি উল্লেখ করেন, “তবে তবুও বিএনপি দেশ ও জনগণের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আন্দোলনের মাঠে অবিচল থেকেছে।”
এ কথা তিনি গতকাল যশোর নগর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে নাজির শংকরপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে বিগত ১৬ বছর বিএনপি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা হাজারো নেতা-কর্মীকে হারিয়েছি। কেউ খুন, কেউ গুমের শিকার হয়েছে। আমাদের দলের ৬০ লাখ নেতা-কর্মী মিথ্যা মামলার শিকার হয়েছে।”
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওহাব কালু, সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহিদ লিটন ও সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতা-কর্মীরা।

