নোয়াখালীতে বাজার ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত-১২

আরো পড়ুন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটে বাজার ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে অন্তত ১২ জন আহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূদম পুষ্প চাকমার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার বিস্তারিত

নোয়াখালী উপজেলা প্রশাসন গত ১৬ ফেব্রুয়ারি কবিরহাট উপজেলার বার্ষিক হাটবাজার ইজারা বিজ্ঞপ্তি দেয়। সিডিউল ক্রয় করে নতুন এবং পুরাতন দরদাতারা দরপত্র জমা দেন। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে দরপত্র মূল্যায়ন শেষে উপজেলার আমিন বাজারের ইজারা পায় নতুন দরদাতা কামরুল হাসান আকাশ।

কিন্তু ইজারা পাওয়ার পর ইউএনও কার্যালয় থেকে বের হলে আমিন বাজারের পুরাতন ইজারাদার ধনু মেম্বার ও তার ছেলে যুবদল নেতা সুজনের সঙ্গে কামরুল হাসান আকাশের সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে এই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয় এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

আহতদের চিকিৎসা

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হন। তাদের মধ্যে কিছু আহত ব্যক্তি স্থানীয় নোয়াখালী জেনারেল হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

পক্ষগুলোর বক্তব্য

কামরুল হাসান আকাশ বলেন, “আমি কোনো দলের পরিচয়ে ইজারা পাইনি। ইজারা না পেয়ে ধনু মেম্বার ও তার ছেলে আমাকে মারামারি করতে চেয়েছিল। এতে আমার একজন লোকের হাত ভেঙে গেছে এবং আরও কয়েকজন আহত হয়েছে।”

অপরদিকে, যুবদল নেতা সুজনের ছোট ভাই মিরাজুল ইসলাম মিরাজ অভিযোগ করে বলেন, “আমরা প্রায় ৯-১০ জন আহত হয়েছি। আমাদের চিকিৎসা দেওয়ার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।”

প্রশাসনিক মন্তব্য

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, “ইজারা এক পক্ষ পেয়েছে আরেক পক্ষ পায়নি, তাই মনোমালিন্য ও হাতাহাতির ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূদম পুষ্প চাকমা জানান, “দরপত্র মূল্যায়নে অনেক মানুষ উপস্থিত ছিল। তবে আমি মারামারির কোনো ঘটনা দেখিনি। হাটবাজার ইজারার প্রথম ধাপের কার্যক্রম শেষ হয়েছে।”বাজার ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে কবিরহাটে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও, এ ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

আরো পড়ুন

সর্বশেষ