নোয়াখালী প্রতিনিধি
দেশব্যাপী নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং ধর্ষণের বিরুদ্ধে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
বুধবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলার বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এতে অংশগ্রহণকারী সংগঠনের মধ্যে ছিল—সামাজিক উন্নয়ন সংগঠন এসএইচবিও, ড্রিম লাইট অব হেল্প সেন্টার, চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন, কুহক সমাজকল্যাণ সাইবার অর্গানাইজেশন, মানবিক ব্লাড ফাউন্ডেশন, বন্ধুমহল ইয়ুথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন, টিম অব ভলান্টিয়ার প্রথম আলো বন্ধুসভা, আলোর দিগন্ত মানবকল্যাণ সংগঠন, ফেরারি নেটওয়ার্ক, নোয়াখালী ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটি, এবি ব্লাড অর্গানাইজেশনসহ আরও অনেকে।
সমাবেশে বক্তব্য রাখেন এসএইচবিওর পরিচালক ফাহিদা সুলতানা, ফেরারি নেটওয়ার্কের সভাপতি আকলিমা খানম, ড্রিম লাইট অব হেল্প সেন্টারের পরিচালক আবুল বাশার সিয়াম, চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের সভাপতি টি.আই সুজনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সারাদেশের মানুষ আজ ক্ষুব্ধ। ঘরে-বাইরে, রাত-দিন, হিজাব বা বোরখা পরেও নারীরা নিরাপদ নয়। নারীদের প্রতি সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে, যেখানে ২ বছরের শিশু থেকে ৬০ বছরের বৃদ্ধা কেউই রেহাই পাচ্ছে না।
তারা ধর্ষণ ও নারী-শিশুর প্রতি সকল প্রকার সহিংসতার তীব্র নিন্দা জানান এবং দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি সহিংসতা প্রতিরোধে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

