যশোরের কেশবপুর উপজেলার ভালুকঘর বিশ্বাস পাড়ায় মুরগির মৃত্যুকে কেন্দ্র করে প্রতিবেশীদের মারধরে গুরুতর আহত হয়েছেন তাসলিমা বেগম (৫০)। মঙ্গলবার (১৩ মার্চ) সকালে এই ঘটনা ঘটে।
থানায় অভিযোগ দায়ের
এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী লুৎফর আলী বিশ্বাস তিনজনকে আসামি করে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
আসামিরা হলেন:
- মনিরুল ইসলাম
- তার স্ত্রী নার্গিস বেগম
- তাদের ছেলে রবিউল ইসলাম
ঘটনার বিবরণ
লুৎফর আলী বিশ্বাস জানান, আসামিদের একটি মুরগি মারা গেলে তারা তার স্ত্রী তাসলিমা বেগমকে দোষারোপ করেন। এরপর মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আসামিরা তাদের বাড়ির সামনে এসে তাসলিমা বেগমকে গালিগালাজ করতে থাকেন।
তাসলিমা বেগম প্রতিবাদ করলে আসামিরা তার চুলের মুঠি ধরে বেধড়ক মারধর করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং কেশবপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
আইনি পদক্ষেপ
কেশবপুর থানার এক কর্মকর্তা জানান, অভিযোগের তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

