বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন যশোর জেলা শাখার সদ্য বিদায়ী আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।
বুধবার (১২ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নার্গিস বেগমের রাজনৈতিক যাত্রা
অধ্যাপক নার্গিস বেগম পাঁচ বছর ধরে যশোর জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেন। তবে গত ২২ ফেব্রুয়ারি দলীয় সম্মেলনে নতুন নেতৃত্বের সুযোগ দিতে তিনি কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করেননি।
তিনি বলেছিলেন—
“নেতৃত্ব পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। বিএনপি একটি গণতান্ত্রিক দল, যেখানে নতুন নেতৃত্ব বিকাশের সুযোগ রয়েছে। তাই আমি নতুন নেতৃত্বকে জায়গা দিতে চাই।”
জেলা বিএনপির প্রতিক্রিয়া
নার্গিস বেগমকে ভাইস চেয়ারম্যান করার খবরে জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন,
“অধ্যাপক নার্গিস বেগম কঠিন সময়ে আমাদের অভিভাবকের মতো দল পরিচালনা করেছেন। তার এই মূল্যায়নে আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ।”
বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান বলেন,
“প্রয়াত নেতা তরিকুল ইসলামের শূন্যতা পূরণে তার যোগ্য উত্তরসূরি নার্গিস বেগমকে ভাইস চেয়ারম্যান করায় আমরা তারেক রহমানকে ধন্যবাদ জানাই।”

