ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে যশোরে সমাবেশ ও বিক্ষোভ

আরো পড়ুন

দেশব্যাপী ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে মঙ্গলবার যশোরে উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘রাষ্ট্র তুমি নারীর মানবিক অধিকার ও মর্যাদা নিশ্চিত করো’ শীর্ষক এই সমাবেশ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু। বক্তব্য দেন উদীচী উপদেষ্টা খন্দকার আজিজুল হক মনি, মাহবুবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, মহিলা পরিষদ যশোরের অর্থ সম্পাদক উম্মে মাকসুদা মাসু, শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, সুরবিতান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস।

এছাড়া উপস্থিত ছিলেন যশোর উদীচীর সহ-সভাপতি খন্দকার রাজিবুল ইসলাম টিলন, সাংগঠনিক সম্পাদক সুকান্ত দাস, অনুষ্ঠান সম্পাদক কাজী শাহেদ নওয়াজসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।475968313 1153641019538203 4070926579324939629 n.jpg? nc cat=107&ccb=1 7& nc sid=0024fc& nc ohc=1Q ng43nA9IQ7kNvgFxzdC5& nc oc=AdiPnVJ8c9bFWm8EJc3BpquUATTM8EQmq3gxRtLcvJ5wAgl mq7W8SgE2iFTa 58gs4& nc ad=z m& nc cid=0& nc zt=23& nc ht=scontent.fjsr17 1

বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বাড়ছে, যা অবিলম্বে বন্ধ করতে হবে। তারা দাবি করেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে, এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান বক্তারা।

এদিকে, ইসলামী ছাত্র আন্দোলন যশোরের উদ্যোগে একই দাবিতে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে প্রেসক্লাব যশোরের সামনে সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা দেন। তারা ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে তীব্র আন্দোলন চালানোর আহ্বান জানান।

মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন ইসলামী ছাত্র আন্দোলন যশোর জেলা সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইন। উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন যশোর জেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ।

আরো পড়ুন

সর্বশেষ