যশোর জেলার ইট ভাটা মালিক ও শ্রমিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। এই বিক্ষোভের মূল দাবি ছিল জিগজাগ ইট ভাটা বন্ধের প্রতিবাদ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৯-এ বর্ণিত জিগজাগ ইট ভাটার ছাড়পত্র ও লাইসেন্সপ্রাপ্তির জটিলতা নিরসন।
বিক্ষোভের বিস্তারিত
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১:৩০টার দিকে যশোর জেলার ৮টি উপজেলা থেকে মোট ১৪৬টি ইট ভাটার মালিক ও শ্রমিকরা মিছিলসহ এসে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
তারা সরকারের নির্দেশে বন্ধ হয়ে যাওয়া ভাটা পুনরায় চালুর দাবিতে তাদের বক্তব্য রাখেন।