বেনাপোলে জাল ভ্রমণ কর সরবরাহের অভিযোগে মূলহোতা আটক

আরো পড়ুন

বেনাপোলে জাল ভ্রমণ কর সরবরাহ করে দুই ভারতীয় পাসপোর্টধারীকে অবৈধভাবে ভারতে পাঠানোর অভিযোগে এক প্রতারককে আটক করেছে বন্দর কর্তৃপক্ষ।

আটক ব্যক্তির পরিচয় ও ঘটনা

সোমবার (১১ মার্চ) বিকেল ৩টার দিকে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে শামীম হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ‘বেনাপোল ট্রাভেল পয়েন্ট’ নামে একটি কম্পিউটার দোকানের মালিক এবং দীর্ঘদিন ধরে জাল ভ্রমণ কর সরবরাহের মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার চক্রের সঙ্গে জড়িত ছিলেন।

শামীম হোসেন বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের আব্দুল মমিনের ছেলে। এর আগেও একই অপরাধে তিনবার পুলিশের হাতে আটক হন এবং জামিনে মুক্ত হয়ে পুনরায় প্রতারণার কাজে লিপ্ত হন।

আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান—

“ভ্রমণ কর জালিয়াতির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছে বেনাপোল চেকপোস্ট কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ। কর ফাঁকির আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হবে।”

 

 

আরো পড়ুন

সর্বশেষ