রাজশাহীতে বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত বছরের আগস্ট মাসে রাজশাহীর কাটাখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে মিছিলের সামনে দাঁড়ানো নিয়ে নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির জের ধরে সংঘর্ষ হয় এবং পরপর দুটি হাত বোমার বিস্ফোরণ ঘটে। এতে সমাবেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কয়েকজন আহত হন।
এ বছরের জানুয়ারিতে রাজশাহীর বাঘা উপজেলায় স্কুল কমিটির সভাপতি পদ নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে ৮ জন আহত হন। এই ঘটনায় কোনো বোমা বিস্ফোরণের উল্লেখ পাওয়া যায়নি।
তবে, বেনাপোলের বালুন্ডা গ্রামে জমিজমা সংক্রান্ত শালিস চলাকালীন সময়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। এসময় ১০ থেকে ১২টি হাত বোমার বিস্ফোরণ ঘটে

