যশোরের পালবাড়ি থেকে শিক্ষা বোর্ড অফিস হয়ে মণিহার পর্যন্ত জাতীয় মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ বিষয়ে অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।
উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ: রফিকুল হাসান
প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ: মো. আছাদুজ্জামান
অতিরিক্ত পুলিশ সুপার: আবুল বাশার
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সদর: শারমীন আক্তার
জেলা বিএনপির সভাপতি: সাবেরুল হক সাবু
জেলা বিএনপির সাধারণ সম্পাদক: দেলোয়ার হোসেন খোকন
যশোর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক: তানভীরুল ইসলাম সোহান
জেলা জামায়াত ইসলামীর আমীর: গোলাম রসূল
স্থানীয় জনগণ, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া
অংশীজনরা টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তিতে উন্নয়ন কাজের তাগিদ দেন।
যশোরের প্রাচীন জনপদ হিসেবে কাঙ্ক্ষিত অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় হতাশা প্রকাশ করা হয়।
জমি অধিগ্রহণের ক্ষেত্রে সঠিক বাজার মূল্য নির্ধারণ ও যথাযথ স্থান নির্বাচন নিশ্চিত করার দাবি উঠে আসে।
ঠিকাদার নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখা ও প্রকল্পকে দুর্নীতিমুক্ত রাখার বিষয়ে জোর দেওয়া হয়।
সভাপতির বক্তব্য:
জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন,
“এই শহরে আমরা থাকবো না, এখানকার উন্নয়ন ভোগ করবে এই জনপদের মানুষ। ভবিষ্যতের কথা চিন্তা করেই টেকসই উন্নয়ন করতে হবে। পালবাড়ি মোড় থেকে মণিহার পর্যন্ত রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এটি ৪ লেনে উন্নীত করার বিষয়ে আমরা একমত।”