যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে কুখ্যাত এক মাদক ব্যবসায়ীসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১,৭৩০ পিস ইয়াবা ও ৭৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক আসলাম হোসেন। আটককৃতরা হলেন—যশোরের মুড়লী খাঁ পাড়ার রফিকুল ইসলাম এবং কক্সবাজারের টেকনাফ পশ্চিম সাতঘরিয়াপাড়ার দুই ভাই মিজানুর রহমান ও ফেরদৌস আহম্মেদ।
উপপরিচালক আসলাম হোসেন জানান, বুধবার সকালে নিজ এলাকা থেকে রফিকুল ইসলামকে ১,০০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক সাইদুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।
এছাড়া, মনিহার এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে মিজানুর রহমান ও ফেরদৌস আহম্মেদকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৭৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) শাহীন পৃথক আরেকটি মামলা করেছেন।

