বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র তৈরির চেষ্টা: মাগুরায় ছয় রোহিঙ্গা আটক

আরো পড়ুন

বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র গোপনে তৈরির উদ্দেশ্যে কক্সবাজারের উখিয়া থানা এলাকার বাবুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে যশোর আসার পথে মাগুরায় ছয় রোহিঙ্গাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার (১ মার্চ) দুপুরে পুলিশ সুপার মিনা মাহমুদা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ মিরাজুল ইসলাম।

আটককৃতরা হলেন:

১. সানাউল্লা (৩৮) – বাবুখালী রোহিঙ্গা ক্যাম্প
2. মোহাম্মদ আইয়ুব (২৬) – লাম্বাসিয়া ক্যাম্প
3. রাজিয়া বেগম (২০) – সাব ব্লক রোহিঙ্গা ক্যাম্প
4. মোহাম্মদ হারেজ (১৫) – পাঁচ নম্বর রোহিঙ্গা ক্যাম্প
5. মোহাম্মদ আরজ (২০) – ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প
6. মোহাম্মদ এরফান (২৫) – ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, সানাউল্লা তার পরিচয় গোপন করে ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় ঠিকানা ব্যবহার করে এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মোদ্রামা ঘোনা গ্রামকে স্থানীয় ঠিকানা দেখিয়ে ইতোমধ্যে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন। তার নেতৃত্বে বাকি পাঁচজনও জাতীয় পরিচয়পত্র তৈরির উদ্দেশ্যে যশোর যাচ্ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াপদা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে খুলনাগামী সৌদিয়া ও এম আর পরিবহন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে জানান পুলিশ কর্মকর্তা।

আরো পড়ুন

সর্বশেষ