যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া গ্রামে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক বিদ্যুৎ মিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বিদ্যুৎ মিস্ত্রি স্বপ্ন রায় (১৭) বাড়ির পাশে একটি আমগাছে গলায় রশি দেওয়া অবস্থায় ঝুলতে দেখে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বপ্ন রায় অভয়নগর উপজেলার বাঘুটিয়া গ্রামের সমর রায়ের ছেলে এবং বিদ্যুৎ মিস্ত্রির কাজ করতেন।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলীম জানিয়েছেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। পুলিশ মৃত্যুর কারণ তদন্ত করছে।

