কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের হত্যার অভিযোগ

আরো পড়ুন

কুষ্টিয়ার কুমারখালীতে স্বামী আসিফ শেখের জন্মদিন উদযাপনের রাতে নিখোঁজ হন তার স্ত্রী আঞ্জুমান মায়া (২০)। দীর্ঘ খোঁজাখুঁজির পর শনিবার (১ মার্চ) সকালে পদ্মা নদীতে এক জেলের জালে তার মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে কুমারখালী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।

নিহত মায়ার স্বামীর বাড়ি উপজেলার কয়া ইউনিয়নের কালুয়া ফকিরপাড়া এলাকায়, আর তার বাবার বাড়ি কুষ্টিয়ার ত্রিমোহনীতে।

পরিবারের দাবি, আঞ্জুমান মায়াকে পরিকল্পিতভাবে পদ্মা নদীতে নিয়ে গিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

স্বামী আসিফ শেখ জানান, শুক্রবার সন্ধ্যায় তার জন্মদিন উপলক্ষে পারিবারিকভাবে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়, যা রাত ৮টা পর্যন্ত চলে। রাত ১০টার দিকে তারা ঘুমাতে যান, তবে রাত ১২টায় ঘুম ভেঙে দেখেন, তার স্ত্রী নেই। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরদিন সকালে খবর পান, নদীতে তার স্ত্রীর মরদেহ পাওয়া গেছে। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তিনি বুঝতে পারছেন না বলে জানান।

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, সংবাদ পেয়ে পদ্মা নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ