নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর জেলা শহর মাইজদীতে চাঁদার টাকা না দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় মোহাম্মদ তসলিম হোসেন নামে এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা তার হাত ভেঙে দিয়েছে এবং দীর্ঘ সময় আটকে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বার্লিনটন মসজিদ মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
আহত সাংবাদিক মোহাম্মদ তসলিম হোসেন দৈনিক লাখোকণ্ঠের নোয়াখালী প্রতিনিধি। তিনি জেলার হাতিয়া উপজেলার বাসিন্দা এবং ছয় বছর ধরে নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করছেন।
ভুক্তভোগীর ভাষ্য
সাংবাদিক তসলিম হোসেন জানান, সকালে বাসা থেকে বের হয়ে বাজারে যাওয়ার পথে স্থানীয় লন্ড্রি ব্যবসায়ী আনিস ও তার সহযোগীরা তাকে পথরোধ করে। তারা ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করে, যার ফলে তার বাম হাতের হাড় ভেঙে যায় এবং চোখে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।

