ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশি যুবককে নির্যাতনের পর মৃত ভেবে ফেলে রেখে যায়। আহত যুবকের নাম বিল্লাল সানা, তিনি খুলনার পাইকগাছার খড়িয়া টেমশাখালী গ্রামের বাসিন্দা এবং আব্দুল মাজেদ সানার ছেলে।
২৭ ফেব্রুয়ারি সকালে সীমান্তে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহতের স্ত্রী জহুরা খাতুন জানান, পাঁচ বছর ধরে কলকাতার মধ্যম গ্রামে শ্রমিক হিসেবে কাজ করছিলেন বিল্লাল। গত বুধবার দুপুরে তিনি ৭-৮ জনের একটি দল নিয়ে বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে রওনা দেন। রাতে বিএসএফ তাদের দেখতে পেয়ে ধাওয়া দিলে বাকিরা পালিয়ে গেলেও বিল্লাল ধরা পড়ে যান। এরপর বিএসএফ সদস্যরা তাকে নির্মমভাবে মারধর করে। একপর্যায়ে তিনি জ্ঞান হারালে মৃত ভেবে তাকে ফেলে রেখে যায়।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদ বিন হেদায়েত জানান, বিজিবির সদস্যরা বিল্লালকে হাসপাতালে নিয়ে আসেন। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনার পর স্থানীয় প্রশাসন ও বিজিবি বিষয়টি তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

