যশোরে সন্ধ‍্যরাতে যুবককের মাথা ফাটিয়ে ছিনতাই

আরো পড়ুন

যশোর শহরের পুরাতন কসবায় শুক্রবার সন্ধ্যায় এক যুবক, নেওয়াজ আহমেদ, ছিনতাইকারীদের হামলার শিকার হন। জসিম, রনি ও রকি নামের তিনজন তার কাছ থেকে নগদ ১,২০০ টাকা ও মানিব্যাগ ছিনিয়ে নেয় এবং মোবাইল নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা তার মাথায় জিআই পাইপ দিয়ে আঘাত করে, ফলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

নেওয়াজের বাবা জানান, তার ছেলে একজন সাধারণ শিক্ষার্থী এবং অপরাধীদের সঙ্গে তার কোনো পরিচয় ছিল না। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে। স্থানীয় সূত্র মতে, অভিযুক্তরা শিক্ষার্থীদের ভয় দেখিয়ে টাকা আদায়ের মতো অপরাধে জড়িত।

জাগো ; মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ