কুষ্টিয়া শহর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাসে যাওয়ার পথে শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় উল্টে গেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ২০ শিক্ষার্থী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসে প্রায় ৪০ জন শিক্ষার্থী ছিলেন। বেশিরভাগ শিক্ষার্থীই তখন ঘুমাচ্ছিলেন। শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, চালকও ঘুম ঘুম ভাব নিয়ে বাস চালাচ্ছিলেন। বিত্তিপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ একজন শিক্ষার্থী ‘মামা’ বলে চিৎকার করেন। মুহূর্তেই শিক্ষার্থীরা দেখতে পান, বাসটি রাস্তার বাঁ দিক থেকে ডান দিকে গড়িয়ে ধানখেতে উল্টে যাচ্ছে। তবে গতি কম থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
দুর্ঘটনায় আহত ১২ জন শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেডিক্যালে এবং ৮ জন কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও পরিবহন প্রশাসক অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান। পরবর্তীতে আহতদের দেখতে মেডিক্যালে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। তারা আহত শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের যথাযথ চিকিৎসার নির্দেশনা দেন।

