অভয়নগরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

আরো পড়ুন

যশোরের অভয়নগর উপজেলায় ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে পায়রা ইউনিয়নের বারান্দির বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বারান্দি থেকে ফুলতলা উপজেলার জামিরা বাজারের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে ফুলতলার দামোদর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে জিহাদ হোসেন (২৬) ও অভয়নগরের পায়রা ইউনিয়নের কোটা গ্রামের আবদুর রশিদের ছেলে আলী মল্লিক (২৮) গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক ডা. মরিয়াম মুনমুন জানান, আহতদের আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ