যশোরে নাশকতা মামলায় যুবলীগের সভাপতি সহ আটক ৩

আরো পড়ুন

যশোরের লেবুতলা ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুব রহমান ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আশিকুর আলম মিন্টুসহ চারজনকে আটক করেছে পুলিশ। অন্য দুই আসামি হলেন তরফ নওয়াপাড়ার ওসমান গণির ছেলে রায়গান রানা এবং দলেন নগর গ্রামের নজিরুল ইসলামের ছেলে বাহারুল ইসলাম।

পুলিশ জানায়, ২০২৪ সালের ১৮ নভেম্বর যশোর সদর উপজেলার যশোর-চুকনগর সড়কের কানাইতলা গ্রামে একদল দুর্বৃত্ত নাশকতার চেষ্টা করে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়। তদন্তে আশিকুর আলমের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অপর তিনজনকে গত ৪ আগস্ট জেলা বিএনপির পার্টি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আদালতে সোপর্দ করা হয়।

এদিকে, একটি সূত্র জানায়, আটককৃতদের মধ্যে রায়গান রানা সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী অপপ্রচার চালাচ্ছিলেন। রোববার ভোরে সদর উপজেলার শেখহাটি এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী বাবুল জানান, রানা সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গণি তুষারের ছেলে এবং তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

আদালতে সোপর্দ করার পর বিচারক চারজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরো পড়ুন

সর্বশেষ