য়শোরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে যশোর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যশোর কার্যালয়।
সমাবেশের প্রধান অতিথি ছিলেন বাহিনীর খুলনা রেঞ্জের উপ মহাপরিচালক নূরুল হাসান ফরিদী। তিনি বলেন, “দেশের যেকোনো সংকটময় মুহূর্তে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাহিনীর সদস্যরা আত্মত্যাগের মাধ্যমে দেশকে সম্মানিত করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় অবদান রেখেছেন। বিশেষত, ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর পুলিশ সদস্যরা যখন নিষ্ক্রিয় ছিলেন, তখন থানাগুলোতে দায়িত্ব পালন করেছে আনসার বাহিনী। সরকারি দপ্তরে নিরাপত্তার কাজও করেছে তারা।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক, জেলা আনসার ব্যাটালিয়নের পরিচালক তরফদার আলমগীর হোসেন, সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের পরিচালক এফতেখারুল ইসলাম, যশোর জেলা কমান্ড্যান্ট আল আমিন এবং সাতক্ষীরা জেলা কমান্ড্যান্ট আশরাফুজ্জামান।
সমাবেশ শেষে আনসার ভিডিপি সদস্যদের কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এর আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

