যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের চাউলিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং দখল চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, নরেন্দ্রপুর ইউনিয়নের চাউলিয়া গ্রামের মৃত মনসুর মোল্লার ছেলে হেলাল, বিল্লাল ও হালিমের সঙ্গে প্রতিবেশী জাহাঙ্গীর হোসেন ও আলমগীর হোসেনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ১২ ফেব্রুয়ারি রাত ২টার দিকে হেলাল, বিল্লাল, হালিম, রনি, রায়হানসহ ৫-৭ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে জাহাঙ্গীর ও আলমগীরের বাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট এবং মারধর করে। বাধা দিতে গেলে জাহাঙ্গীর ও আলমগীরের স্ত্রীদেরও মারধর করা হয়। ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেওয়ার পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগীরা জানান, এর আগেও হেলাল ও বিল্লালের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছিল, কিন্তু প্রশাসনের কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও আইনগত সহায়তা কামনা করেছেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার এএসআই নূর ইসলাম বলেন, “২০ ফেব্রুয়ারি থানায় অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

