নোয়াখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে সামাই তৈরি করার অভিযোগে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মাদরাসা রোডে অবস্থিত তাহের ফুড নামক প্রতিষ্ঠানটি দীর্ঘ ৮ বছর ধরে নিন্মমানের ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করে বাজারজাত করছিল।
ভ্রাম্যমাণ আদালত, বেগমগঞ্জ থানার পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেমাই তৈরি ও প্যাকেটিংয়ের সময় শিশু শ্রম ব্যবহার এবং নকল সেমাই তৈরি করার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক আবু তাহের পাটোয়ারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, প্রতিষ্ঠানকে স্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করার জন্য তিন দিনের সময় দেওয়া হয়েছে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তা বাস্তবায়ন না করা হয়, তবে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোয়াখালী প্রতিনিধি রনি

