বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা কোরআনের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক মানবিক বাংলাদেশ চাই, যেখানে সবাই পরস্পরকে সম্মান করবে ও ভালোবাসবে।”
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“তরুণদের জাগরণ সমাজ পরিবর্তনের চালিকা শক্তি। যে সমাজে যুবকেরা সচেতন হয়, সে সমাজকে আল্লাহ বদলে দেন। আমাদের স্বপ্ন তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ গড়ে তোলা।”
ডা. শফিকুর রহমান আরও বলেন,“২০২৪ সালে নিহত ও আহতদের আত্মত্যাগ যেন অবমানিত না হয়। আমরা বারবার আহ্বান জানিয়ে যাচ্ছি, তবে এই আহ্বান অনন্তকাল ধরে জানানো হবে না।”
তিনি দলমত-নির্বিশেষে সবাইকে চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধের আহ্বান জানিয়ে বলেন,
“জাতিকে সামনে এগিয়ে যেতে দিন। দেশে যেন আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার নতুন অধ্যায় না শুরু হয়। যদি ফিরে না আসেন, তবে আমাদের লড়াই অব্যাহত থাকবে।”

