চুয়াডাঙ্গায় ১৪ কেজি ৯০০ গ্রাম অবৈধ রূপা উদ্ধার করেছে বর্ডার গার্ড(বিজিবি) ৬

আরো পড়ুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী পীরপুরকুল্লা গ্রামে অভিযান চালিয়ে ১৪ কেজি ৯০০ গ্রাম অবৈধ রূপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় এই অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, ভারত থেকে এক ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করলে সে হাতে থাকা বস্তাটি একটি ভুট্টা ক্ষেতে ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির অভিযান ও উদ্ধারকৃত মালামাল

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, তার পরিকল্পনা ও নির্দেশনায় ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক হায়দার আলীর নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্তের প্রধান খুঁটি ৯২ থেকে প্রায় ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পীরপুরকুল্লা গ্রামে অবস্থান নেয়

সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে গেলে, বিজিবি তার ফেলে যাওয়া বস্তার ভেতর থেকে স্কচটেপ মোড়ানো ৩০টি ছোট-বড় প্যাকেট উদ্ধার করে। প্যাকেটগুলো খুলে ১৪ কেজি ৯০০ গ্রাম ওজনের অবৈধ রূপা পাওয়া যায়

উদ্ধারকৃত রূপা নিয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে

সীমান্তে চোরাচালান রোধে কড়া নজরদারিবিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নিয়মিত টহল ও অভিযান চালানো হচ্ছে এবং অবৈধ কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বশেষ