নোয়াখালীতে আ’লীগ নেতার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন

আরো পড়ুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সফি নগর এলাকায় আওয়ামী লীগ নেতা আবুল কালাম সফি চৌধুরীর গ্রেপ্তার ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ভূমিহীন নারীরা আদালত প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। তারা সফি চৌধুরীকে ভূমিহীনদের বন্ধু হিসেবে উল্লেখ করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যদিকে, পুলিশ জানিয়েছে যে, তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে।

এছাড়া, ভোরের কাগজের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ২০০৫ সালে বিএনপি জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে নোয়াখালী ও লক্ষ্মীপুরের প্রভাবশালী ভূমিদস্যুরা ভূমিহীন পরিবারগুলোকে জোরপূর্বক উচ্ছেদ করে তাদের জমি দখল করে নিয়েছে। এতে সাত শতাধিক ভূমিহীন পরিবার মিথ্যা মামলার শিকার হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি রনি

আরো পড়ুন

সর্বশেষ