শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজি কে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আজ বুধবার সকালে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল আদালতে হাজির করার পর বিচারক ফারুক আজম ঝিনাইদহ জেলা বিএনপির অফিস ভাঙচুর মামলায় তার রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, মঙ্গলবার যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামে মিয়াজীর মালিকানাধীন পার্ক শ্যামল ছায়ায় তাকে অবরুদ্ধ করে ছাত্র-জনতা। রাতে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যশোর কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল হোসেন জানান, যৌথবাহিনী মিয়াজী ও তার শ্যালককে হেফাজতে নিয়ে বিএনপির ঝিনাইদহ কার্যালয় ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
জানা যায়, সালাহউদ্দিন মিয়াজী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এবং শেখ হাসিনার সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সংসদ সদস্য হওয়ার পর তিনি তার আত্মীয়স্বজনদের দিয়ে মহেশপুরের কপোতাক্ষ নদ দখল করে মাছ চাষ শুরু করেন এবং সরকার থেকে প্রাপ্ত সহস্রাধিক হাঁস জনগণকে না দিয়ে নিজের খামারে পালন করেন বলে অভিযোগ রয়েছে। ৫ আগস্টে হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।

