যশোরের বাঘারপাড়ায় পারভীন খাতুন (১৬) নামে এক গৃহবধূকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর তার স্বামী সাগর হোসেন (২০) পালিয়ে গেছে।
সোমবার রাতে উপজেলার জামদিয়া ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুর পর্যন্ত বাড়ির আশপাশের কেউ পারভীনের কোনো খোঁজ না পেয়ে ঘরের দরজা খুলে দেখেন, তার মরদেহ লেপ-তোশকের নিচে ঢাকা রয়েছে। স্থানীয়রা দ্রুত বিষয়টি ভিটাবল্যা পুলিশ ক্যাম্পে জানান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, পারভীন মণিরামপুরের বাসিন্দা এবং এসএসসি পরীক্ষার্থী ছিলেন। ছয় মাস আগে প্রেমের সম্পর্কের জেরে তিনি সাগরকে বিয়ে করে পালিয়ে আসেন। গত ১৬ ফেব্রুয়ারি সাগর তাকে নিজ বাড়িতে নিয়ে আসেন।
ভিটাবল্যা ক্যাম্প ইনচার্জ নুরুজ্জামান জানান, সাগর হোসেন একজন মাদকাসক্ত। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি পারভীনকে বালিশচাপা দিয়ে হত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় বাঘারপাড়া থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
এদিকে, সাগরকে আটকের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

