মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭৭ জন বাংলাদেশী আটক

আরো পড়ুন

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭৭ জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে পরিচালিত বিশেষ অভিযানে বাংলাদেশিসহ মোট ১০৫ জন অভিবাসী আটক হন।

জোহর রাজ্যের অভিবাসন বিভাগের (জেআইএম) পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বাতু পাহাত, মুয়ার এবং সেগামাত শাখার এনফোর্সমেন্ট ইউনিটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

গোপন তথ্যের ভিত্তিতে বৈধ পাস বা পারমিট ছাড়া শেয়ার্ড হাউসে বসবাসরত অভিবাসীদের শনাক্ত করতে এ অভিযান চালানো হয়। এতে মোট ৩২৯ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়, যার মধ্যে ৭৭ বাংলাদেশি, ১৬ ইন্দোনেশিয়ান পুরুষ ও ৭ নারী, ২ মিয়ানমারের নাগরিক, ২ পাকিস্তানি ও ১ ভারতীয় নাগরিককে আটক করা হয়।

পরিচালক জানান, আটক ব্যক্তিরা বৈধ পাস বা পারমিট ছাড়া মালয়েশিয়ায় বসবাস করায় অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) এর ৬(১)(সি) ধারা অনুযায়ী অপরাধ করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। এছাড়া, অতিরিক্ত সময় ধরে অবস্থানের কারণে ১৫(১)(গ) ধারায় তাদের আটক করা হয়েছে।

আটকদের তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য পন্টিয়ানের পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে। একইসঙ্গে, বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন অভিবাসন বিভাগের পরিচালক। তিনি জানান, এ বিষয়ে কোনও ধরনের আপস করা হবে না।

আরো পড়ুন

সর্বশেষ