সম্প্রতি যশোরের পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদারের বদলি চেয়ে জাতীয় পার্টির ছয় প্রার্থী প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি জমা দিয়েছিলেন। তাদের উদ্বেগ ছিল যে এসপি প্রলয় কুমার জোয়ারদারের শ্বশুরবাড়ি যশোরে হওয়ায় তিনি নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারেন। তবে পরবর্তীতে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর সঙ্গে এসপি প্রলয় কুমার জোয়ারদারের আলোচনার পর প্রার্থীরা তাদের অভিযোগ প্রত্যাহার করেছেন। এসপি প্রলয় কুমার জোয়ারদার তাদের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিয়েছেন।
এছাড়া, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের নেতারাও এসপি প্রলয় কুমার জোয়ারদারের বদলির দাবি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিলেন। তাদের অভিযোগ ছিল যে এসপি প্রলয় কুমার জোয়ারদার স্থানীয় প্রতিমন্ত্রীর সঙ্গে সম্পর্কের কারণে নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারেন।
জাগো/মেহেদী