যশোরে ইজিবাইক শোরুমে ডাকাতি, ২৫ লক্ষ টাকার মালামাল লুট

আরো পড়ুন

যশোরের উপশহরে সংঘবদ্ধ ডাকাত দল একটি ইজিবাইক শোরুমের তালা কেটে প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

শুক্রবার রাত আনুমানিক ২:৩০ মিনিটে উপশহরের গোল্ডেন বাইক শোরুমে এ ঘটনা ঘটে। ডাকাতরা শোরুমের নৈশ প্রহরী আবুল হোসেনকে গামছা দিয়ে বেঁধে ফেলে এবং তালা কেটে ভেতরে প্রবেশ করে। শোরুমের মালিক আবুল কাশেম জানান, রাতে প্রহরীর ফোন পেয়ে তিনি দ্রুত শোরুমে আসেন এবং দেখতে পান ১৫০টি ব্যাটারিসহ মূল্যবান মালামাল লুট করা হয়েছে।

পুলিশের পদক্ষেপ

ঘটনার খবর পেয়ে যশোরের পুলিশ সুপার জিয়া উদ্দিন ঘটনাস্থলে পরিদর্শনে আসেন। তিনি দায়িত্বে অবহেলার অভিযোগে উপশহর পুলিশ ফাঁড়ির এএসআই ইসারত ও দুই কনস্টেবলকে পুলিশ লাইনে সংযুক্ত করেছেন।

শোরুম মালিক মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। পুলিশ ডাকাতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।

আরো পড়ুন

সর্বশেষ