যশোরে যুবলীগ ও আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

আরো পড়ুন

যশোর জেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ জাহিদুর রহমান লাবু, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাজাহারুল ইসলাম এবং ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আকরাম হোসেনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

বৃহস্পতিবার রাত ও শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মাজাহারুল ইসলামকে বিএনপির অফিসে হামলা ও ভাঙচুর মামলায় এবং অপর দুইজনকে ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা স্কুলের ভোটকেন্দ্রে বোমা হামলার মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়। বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আওয়ামী লীগ সরকারের আমলে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ