বাশতলার মোড়ে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের দেরি, গ্রামবাসীর প্রচেষ্টায় নিয়ন্ত্রণ

আরো পড়ুন

গতকাল রাতে যশোরের  ব্যাঙদাহ বাশতলার মোড়ে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত ৯৯৯-এ ফোন করে ফায়ার সার্ভিসের সহায়তা চান। তবে প্রথমে ঝিকরগাছা ফায়ার স্টেশন থেকে আসতে রাজি হয়নি, কারণ ঘটনাস্থল তাদের এলাকা থেকে ২০ কিলোমিটার দূরে। স্থানীয়দের যুক্তি ছিল, চৌগাছা ফায়ার স্টেশন মাত্র ৭ কিলোমিটার দূরে, ফলে তারা দ্রুত পৌঁছাতে পারবে।

পরবর্তীতে চৌগাছা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার জন্য রওনা দেয়, কিন্তু ভুলবশত তারা মাশিলা হয়ে মাকাপুরে চলে যায়, যার ফলে আরও দেরি হয়। এ সময় আগুন আশপাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে।

পরিস্থিতির ভয়াবহতা দেখে স্থানীয়রা মসজিদের মাইকে এলার্ম দিয়ে সবাইকে ডাকেন। গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসতে চাইলেও, সবকিছু পুড়ে যাওয়ার কারণে স্থানীয়রা তাদের প্রয়োজন নেই বলে জানান।

এই ঘটনায় ফায়ার সার্ভিসের দেরি এবং লোকেশন বিভ্রাটের কারণে ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায় বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। তবুও গ্রামবাসীর সাহসিকতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ