যশোরের শার্শায় চাঁদার টাকা না পেয়ে গভীর রাতে নামে এক দলিল লেখকের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) গভীর রাতে শার্শার কন্দবপুর মানিক আলী গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দলিল লেখক ফিরোজ আহম্মেদ শার্শার নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত মহশিন খানের ছেলে
স্থানীয় সূত্রে জানা গেছে, কন্দবপুর মানিক আলী গ্রামের মৃত নূর বক্স মন্ডলের ছেলে ইহান আলী দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন।
ফিরোজ আহম্মেদ জানান, এর আগেও ইহান আলী তার কাছ থেকে ১৫ হাজার টাকা চাঁদা নিয়েছিলেন। এবার তিনি ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ফিরোজ আহম্মেদ টাকা দিতে অস্বীকৃতি জানালে ২৮ জানুয়ারি গভীর রাতে ইহান আলী ও তার সহযোগীরা তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে তবে প্রতিবেশীরা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয় বিএনপি কর্মী মফিজুর রহমান জানান, ইহান আলী আগে আওয়ামী লীগ করতেন এবং তখনও নানা অপকর্ম করতেন। বর্তমানে তিনি বিএনপির পরিচয় দিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন
শার্শা থানার ওসি রবিউল ইসলাম জানান এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি .তবে অভিযোগ পেলে দোষী যেই হোক না কেন, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে