যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের গোবিলা গ্রামে ডাকাতির একটি ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে নস্বর্ণ ব্যবসায়ী আশরাফুল ইসলামকে কুপিয়েগদ ৩০ হাজার টাকা ও চার আনা স্বর্ণ লুট করেছে ডাকাতরা। আহত অবস্থায় তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশরাফুল ইসলাম (৩৩) গোবিলা গ্রামের আয়নাল হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, তিনি আমবটতলা বাজার থেকে নিজের স্বর্ণের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে সাজিয়ালি পাকা রাস্তার মাথায় অজ্ঞাত তিনজন ব্যক্তি তাকে আটকায়। ডাকাতরা তার কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণ নিয়ে নেয় এবং তাকে বাম হাতে কুপিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ নেতৃত্বে পুলিশের একাধিক দল ডাকাতদের আটকের জন্য অভিযান শুরু করেছে। তিনি জানান, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।
জাগো/মেহেদী

