যশোরের ঝিকরগাছা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুজন। একটি মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় এই দুর্ঘটনাগুলো ঘটে।
প্রথম দুর্ঘটনা:
বাঁকড়া এলাকায় সকালে হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সুস্মিতা রায়কে স্কুলের গেটে নামিয়ে দেওয়ার সময় ট্রাক্টরের ধাক্কায় প্রান্ত রায় (১৯) ঘটনাস্থলেই নিহত হন। তিনি স্থানীয় সোনাকুড় গ্রামের সুধাংশ রায়ের ছেলে এবং একটি জুয়েলারি দোকানে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত সুস্মিতা রায়কে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দ্বিতীয় দুর্ঘটনা:
একই উপজেলার মাটশিয়া গ্রামে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় নিহত হন ৬৫ বছর বয়সী ফেরিওয়ালা হামিদুর রহমান। তিনি হাওয়াইমিঠাই বিক্রি করতেন এবং সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার খোরদো পাকুরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
এই দুর্ঘটনাগুলো এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এনেছে।
জাগো/ মেহেদী

