মঙ্গলবার রাতে চৌগাছা পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন রূপালী খাতুন, নান্নু মিয়া, জাহিদ হোসেন, দেলোয়ার হোসেন, হৃদয় মহিফুল, এবং জাকিয়া সুলতানা। তারা ভুক্তভোগী আব্দুর রহমানকে প্রলোভনে ফেলে ফাঁদে ফেলে নির্যাতন এবং মুক্তিপণের জন্য আটকে রেখেছিল।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তরা ভুক্তভোগীর সঙ্গে থাকা টাকা ও মোবাইল কেড়ে নিয়ে তার পরিবার থেকে মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করে। মুক্তিপণ না দিলে হত্যার হুমকিও দেয়।
পুলিশের অভিযানে ভুক্তভোগীকে উদ্ধার এবং আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
জাগো/মেহেদী

