মনিরামপুরে সড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

আরো পড়ুন

যশোরের মণিরামপুরে সড়কের পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ভোরে উপজেলার চাঁদপুর এলাকার খেদাপাড়া-মনিরামপুর সড়ক থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, ওই ব্যক্তি মানসিক রোগী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর কথাবার্তা থেকে অনুমান করা যায়, তাঁর বাড়ি ভারতে হতে পারে।

চাঁদপুর বাঁশতলা মোড়ের চা-দোকানি মনিরুজ্জামান জানান, প্রায় এক থেকে দেড় মাস আগে ওই ব্যক্তি এখানে আসেন। তিনি হিন্দি ভাষায় কথা বলতেন এবং স্থানীয়দের দেওয়া খাবার কখনো গ্রহণ করতেন, আবার কখনো তা ছুড়ে মারতেন। তিনি খোলা আকাশের নিচে রাস্তার পাশে শুয়ে-বসে থাকতেন।

মনিরুজ্জামান আরও জানান, বুধবার সকালে মাঠে কাজে যাওয়ার সময় স্থানীয়রা তাঁকে শুয়ে কাতরাতে দেখেন। পরে দোকানে এসে দেখতে পান তিনি মারা গেছেন।

তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশের যশোর জেলা কমিটির সভাপতি আশরাফ ইয়াসিন বলেন, মঙ্গলবার রাতে স্থানীয়রা ওই মানসিক প্রতিবন্ধী ব্যক্তির বিষয়ে তাঁদের জানায়। তিনি জানান, তাঁরা সকালে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখেন, তিনি মারা গেছেন।

খেদাপাড়া ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান জানান, রাস্তার পাশে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়েছেন এবং ঘটনাস্থলে যাচ্ছেন।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ