প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ক্লাসে যোগ দিতে এসে জিমনেসিয়াম এলাকার একটি গাছের নিচে কিছু মানুষের জটলা দেখতে পান। সেখানে গিয়ে গাছের ডালে ঝুলন্ত মরদেহটি দেখতে পান তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন আহমদ জানান, গাছে একজন ব্যক্তির মরদেহ ঝুলে থাকার খবর পাওয়ার পর পুলিশকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হবে।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর খালিদ বলেন, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে এবং মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

