ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই শহরে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আটককৃত ব্যক্তিকে বাংলাদেশি বলে সন্দেহ করা হলেও, তার আইনজীবীর দাবি, তিনি বাংলাদেশি নন এবং মুম্বাই পুলিশ ভুল তথ্য ছড়াচ্ছে।
এই প্রসঙ্গে শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত বলেছেন, বাংলাদেশি নাগরিকদের ভারত থেকে বের করে দেওয়া উচিত। তিনি দাবি করেন, এ প্রক্রিয়া শুরু হওয়া উচিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে, যিনি ভারতে আশ্রিত রয়েছেন।
মুম্বাই পুলিশের তথ্যমতে, সাইফ আলী খানের ওপর হামলাকারী সন্দেহভাজন ব্যক্তি একজন বাংলাদেশি। এই ঘোষণার পর সঞ্জয় রাউত ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, যদি হামলাকারী বাংলাদেশি হন, তবে এর দায় কেন্দ্রীয় সরকারের এবং অমিত শাহকে এর জন্য পদত্যাগ করতে হবে।
গত ১৬ জানুয়ারি বান্দ্রায় নিজের বাড়িতে সাইফ আলী খানের ওপর ছুরি হামলার ঘটনা ঘটে, যার ফলে তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। সন্দেহভাজন মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদকে মুম্বাই পুলিশ আটক করেছে। তবে শেহজাদের আইনজীবীর দাবি, তিনি বাংলাদেশি নন এবং মুম্বাই পুলিশ ভুল তথ্য প্রচার করছে।
(সূত্র: হিন্দুস্তান টাইমস ও এএনআই)

