যশোরে ছাত্রলীগ সন্ত্রাসী ভাগ্নে সাগরের মহড়ায় আসাদ হলে উত্তেজনা

আরো পড়ুন

গতকাল সোমবার রাতে যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হল সংলগ্ন হকার্স মার্কেট এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ সন্ত্রাসী ভাগ্নে সাগর দলবল নিয়ে মহড়া দেয়ার চেষ্টা করে।

এ সময় স্থানীয় ছাত্র-জনতা ধাওয়া দিলে উত্তেজনাকর পরিস্থতি তৈরি হয়। তবে ছাত্র ও জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যায় ওই সন্ত্রাসী। পরে ছাত্ররা সেখানে বিক্ষোভ মিছিল করে। এ সময় মিছিলকারীদের একজন অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয়রা জানান, ভাগ্নে সাগর ও তার সহযোগীরা কয়েকদিন ধরে হকার্স মার্কেটে নিয়মিত আড্ডা দিচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা তাদেরকে সেখানে আড্ডা দিতে নিষেধ করেন। গতকাল রাত সাড়ে ৮টার দিকে ভাগ্নে সাগর ও তার সহযোগীরা হকার্স মার্কেট এলাকায় গিয়ে মহড়া দিতে শুরু করে। এ সময় তারা মার্কেটের দোকান লক্ষ্য করে ইটের টুকরা নিক্ষেপ করলে উত্তেজনা তৈরি হয়। স্থানীয় ছাত্র ও জনতা একজোট হয়ে তাদের ধাওয়া করে। এক পর্যায়ে ভাগ্নে সাগর গং সেখান থেকে পালিয়ে যায়। এরপর ছাত্ররা সন্ত্রাসীদের আটকের দাবিতে সেখানে বিক্ষোভ মিছিল করে।

সূত্র জানায়, মিছিল করার সময় এম এম কলেজের দর্শন বিভাগের ছাত্র রোহান অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রোহান ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

আরো পড়ুন

সর্বশেষ