গঙ্গানন্দপুর ইউনিয়নের আটুলিয়া গ্রামে আলতাফ হোসেন কে পিটায়ে হত্যা চেষ্টা করে দুর্বৃত্তরা

আরো পড়ুন

ঝিকরগাছার গঙ্গানন্দপুর ইউনিয়নের আটলিয়া গ্রামে ৫০ হাজার টাকা চাঁদার দাবিতে আলতাফ হোসেন নামে বৃদ্ধ ইজিবাইক চালককে রড পেটায় হত্যা চেষ্টা করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
, সরকার পতনের পর থেকে আটলিয়া এলাকার কয়েকজন ব্যক্তি স্থানীয় লোকজনকে জিম্মি করে চাঁদা আদায় করে আসছিল। ৫/৭ জনের একটি চক্র একটি রাজনৈতিক ঘরানার লোকজনকে জিম্মি করে ওই চাঁদা আদায় করে আসছিল। এদের মধ্যে এলাকার লতা, এরসাদ, সাহাবুরসহ কয়েকজন ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আলতাফ হোসেনের কাছে। এ নিয়ে প্রায়ই তারা ইজিবাইক আটকে দেয়। বাড়ি থেকে বের হতে বাধা দেয়া হয়। এক পর্যায়ে ১৮ জানুয়ারি সকাল ৯ টার দিকে আলতাফ হোসেন এলাকার পরশের আমতলা নামক স্থানে ইজিবাইক নিয়ে পৌঁছালে চড়াও হয় লতাসহ ওই ৩ জন। তারা ইজিবাইক থেকে বৃদ্ধ আলতাফকে নামিয়ে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হাত পা ভেঙে দেয়। তার চিৎকারে লোকজন ছুটে আসলে সটকে পড়ে লতা গং। স্থানীয়রা গুরুতর অবস্থায় আলতাফকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

এ ব্যাপারে গঙ্গানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদর উদ্দিন বেল্টু জানিয়েছেন, লতার বাবা আব্দুল এখনও এলাকায় ভিক্ষা করে বেড়ায়। আর চোর লতা চাঁদাবাজির টাকায় এফজেড গাড়ি কিনে এলাকায় ঘুরছে। বৃদ্ধ আলতাফকে হত্যাচেষ্টা করেছে ৫০ হাজার টাকা না দেয়ায়। এর আগে ২৫ হাজার টাকা নিয়েছে আলতাফের কাছ থেকে।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ