চুয়াডাঙ্গায় বিএনপি নেতা মাহবুবুর রহমানকে কুপিয়ে জখম

আরো পড়ুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএনপি নেতা মাহবুবুর রহমান (৫২) দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) রাত ৮টার দিকে তাঁতী শেডের পাশে এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করা হয়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গার ফাতেমা ক্লিনিকে নিয়ে যান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মাহবুবুর রহমান কুমারী ইউনিয়নের হারগাড়ি গ্রামের মৃত মাহাতাব মালিতার ছেলে এবং বর্তমানে আলমডাঙ্গা পৌর এলাকার মাদরাসাপাড়ায় বসবাস করেন। তিনি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সম্প্রতি কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আলমডাঙ্গা উপজেলা বিএনপির নেতাকর্মীরা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীকে আটক করে আইনের হাতে সোপর্দ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

আরো পড়ুন

সর্বশেষ