ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর সেফটিক ট্যাংক থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

আরো পড়ুন

ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর বাড়ির পাশের সেপটিক ট্যাংক থেকে কৃষক রুবেল হোসেনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে সদর উপজেলার বাঁধপুকুরিয়া গ্রামের একটি নির্মাণাধীন বাড়ির পেছনে সেপটিক ট্যাংক থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত রুবেল ওই গ্রামের পিন্টু মিয়ার ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া ও স্থানীয়রা জানিয়েছেন, রুবেল হোসেন গত ১১ জানুয়ারি রাত ৯টার পর বাড়ির পাশ থেকে নিখোঁজ হন। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালানো হয়।

শনিবার, নির্মাণাধীন ওই বাড়ির পেছন থেকে দুর্গন্ধ পাওয়ার পর শ্রমিকরা সেপটিক ট্যাংকের ঢাকনা খুলে রুবেলের মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে হত্যা কেন বা কী কারণে হয়েছে, তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

 

আরো পড়ুন

সর্বশেষ