ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত‌্যু

আরো পড়ুন

বান্দরবানের আলীকদমে আজ, শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মো. বেলাল (৩০), মো. মিনহাজ (১৮) এবং মো. ছৈয়দ আমিন (৪৫) রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনজনই লামা থেকে আলীকদম যাচ্ছিলেন। চৈক্ষং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়, যার ফলে মোটরসাইকেলটি খাদে পড়ে যায় এবং তিনজনই ঘটনাস্থলেই প্রাণ হারান।

এ বিষয়ে আলীকদম থানার ডিউটি অফিসার এএসআই রনেশ বডুয়া জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে আরও তথ্য পরে জানানো হবে।

 

আরো পড়ুন

সর্বশেষ