ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনা বৃদ্ধির প্রেক্ষিতে শনিবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মোটর যান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে ১২টি মামলা দায়ের করে ১২ জনকে মোট ৩ হাজার ২ শত টাকা জরিমানা করা হয়।
বিআরটিএ অফিস সূত্রে জানা যায়, মহেশপুর কজেল বাসস্ট্যান্ড, জলিলপুর পাঁচ মাথা এবং খালিশপুর হাইওয়ে রোডে টিনএজ চালকদের হেলমেট না থাকায় এই জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মহেশপুর নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা। তার সঙ্গে ছিলেন বিআরটিএর মোটর যান পরিদর্শক তারিক হোসেন এবং পেশকার রুবেল হোসেন।
জাগো/মেহেদী,

